ফিরে আসলেই সারপ্রাইজ । জিপি বন্ধ সিমে ঈদ উপলক্ষ্যে দিচ্ছে বিশেষ অফার

| comments

আসছালামু-আলাইকুম। আসা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন।প্রতিবারের মত আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি প্রয়োজনীয় ইন্টারনেট টিপস । আজকের পোষ্টি হচ্ছে জিপি বন্ধ সিমের অফার নিয়ে । জিপি বন্ধ সিমে ঈদ উপলক্ষ্যে দিচ্ছে বিশেষ অফার । আজই আপনার জিপি বন্ধ  সিম অ্যাক্টিভ করে নিয়ে নিন জিপি বন্ধ সিমের অফার 

গ্রামীণফোন-এর যেসব গ্রাহক ২৩ মে বা তার পূর্ব থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তাদের জন্য সুখবর! গ্রামীণফোন প্রিপেইড সংযোগ ব্যবহারকারীগণ (ইআরএস এবং বিপিও সিম বাদে) যারা ২৩ মে ২০১৫ বা তার পূর্ব থেকে সংযোগ ব্যবহার করছেন না তারা ঠিক ২৯ টাকা রিচার্জে ৩০ দিন যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) এবং যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) উপভোগ করতে পারবেন।
জিপি বন্ধ সিমে ঈদ উপলক্ষ্যে দিচ্ছে বিশেষ অফার ।
  • ১৩ জুলাই ২০১৫ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে

  • ২৩ মে ২০১৫ বা তার পূর্ব থেকে গ্রামীণফোন-এর অব্যবহৃত সংযোগে (ঊজঝ এবং ইচঙ সিম বাদে) গ্রাহকগণ অফারটি উপভোগ করতে পারবেন।

  • অফারটিতে নেয়া যাবে কিনা জানতে “Jul 017xxxxxxx” লিখে পাঠাতে হবে ৯৯৯৯ নম্বরে

  • রেজিস্ট্রেশন বিহীন গ্রাহকগণ যারা ৩১ ডিসেম্বর ২০১২ থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা এই অফারের জন্য নির্বাচিত হবেন না

  • যেকোনো জিপি নম্বরে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আধা পয়সা/সেকেন্ড প্রযোজ্য হবে

  • যেকোনো নম্বরে ২৪ ঘণ্টা ১ পয়সা/সেকেন্ড প্রযোজ্য হবে

  • বিকাল ৫টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত জিপি-জিপি কলে ১ পয়সা/সেকেন্ড প্রযোজ্য হবে

  • যোগ্য গ্রাহকগণ অপ্ট-ইন ছাড়াই অফারটি পাবেন

  • লোয়ার ট্যারিফ-এর মেয়াদ ৩০ দিন, রিচার্জের দিনসহ। ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার নেয়া যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে অধিকতর মেয়াদ পাবেন

  • এই অফার চলাকালীন স্পেশাল ট্যারিফ (আধা পয়সা/সেকেন্ড এবং ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) কল রেট যেকোনো লোকাল নম্বরে) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার এফএনএফ, এফএনএফ এবং রিচার্জ ভিত্তিক লোয়ার ট্যারিফ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমন (১ পয়সা অফার, নিশ্চিন্ত লোয়ার ট্যারিফ, ৭ পয়সা অফার)। মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য হবে না

  • স্পেশাল ট্যারিফে প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রযোজ্য নয়। প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রথমে খরচ হবে

  • স্পেশাল ট্যারিফে প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট প্রযোজ্য নয়। প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট প্রথমে খরচ হবে

  • গ্রাহকগণ *১১১*৫৯# ডায়াল করে সার্ভিস থেকে অপ্ট-আউট হতে পারবেন

  • প্রাইসের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক প্রযোজ্য
Share this article :

Post a Comment

 
Copyright © 2011. Online SEO Tutorial - All Rights Reserved