আইপিএলে ষষ্ট আসরে স্পট
ফিক্সিংয়ের দায়ে দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসকে ২ বছরের
জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ওই আসরে স্পট ফিক্সিংয়ের অপরাধে চেন্নাই সুপার কিংসের টিম
প্রিন্সিপাল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতাড়িত সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা
গুরুনাথ মায়াপন্ন সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা
হয়েছে। একই অপরাধে রাজস্থান রয়েলসের কর্ণধার রাজ কুন্দ্রাকেও এই শাস্তি দেওয়া
হয়েছে।
প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র মাল লোধার নেতৃত্বে তিন সদস্যের
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার এসব রায় দেন ভারতের উচ্চ আদালত।
Post a Comment