রবি দিচ্ছে মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট !! যত খুশি ততবার

| comments

 দেশের ৩য় বৃহত্তম মোবাইল অপারেটর রবি দিচ্ছে বন্ধ সিমে মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট যত খুশি ততবার। এছাড়াও ৯ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে স্পেশাল কলরেট।



অফারটি কেবল বন্ধ সিমে পাওয়া যাবে ... আপনার রবি নম্বরটি অফারের আওতাভুক্ত কিনা, তা জানতে A লিখে স্পেস দিয়ে আপনার রবি নম্বরটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নম্বরে।

**GB@৯ টাকা ইন্টারনেট অফারের বিস্তারিত**
·         ইন্টারনেট এক্টিভ করতে ডায়াল *৮৪৪৪*০৯#
·         ডাটা প্যাকেজের মূল্য ৯ টাকা + ১৮% ভ্যাট
·         ইন্টারনেট ব্যবহারের সময়সীমা রাত ১২ টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন।
·         ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক চলাকালিন যতখুশি ততবার অফারটি উপভোগ করতে পারবেন।
·         মেয়াদ ১০ দিন।
·         আপনার কেনা ডাটা প্যাকের রিমেনিং ডাটা দেখতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#

**স্পেশাল কলরেট**
·         আধা পয়সা/সেকেন্ড কলরেট ২৪ ঘন্টা যেকোনো রবি নম্বরে।
·         ১ পয়সা/সেকেন্ড কলরেট ২৪ ঘন্টা যেকোনো নম্বরে।
·         স্পেশাল কলরেটের মেয়াদ (রিচার্জের দিনসহ) ১০ দিন।


**সাধারণ শর্তাবলী**
·         এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (টিউনপেইড, এসএমএস, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পরেট ব্যতীত) গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
·         ফিরতি এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যে অফারটি গ্রাহক উপভোগ করতে পারবেন কি না।
·         সকল ট্যারিফের উপর ১৮% ভ্যাট প্রযোজ্য হবে।
·         ক্যাম্পেইন চলাকালীন সময়ে সকল শর্তাবলীর স্বত্বাধিকার রবি কর্তৃক সংরক্ষিত এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
·         পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে।
Share this article :

Post a Comment

 
Copyright © 2011. Online SEO Tutorial - All Rights Reserved